• রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ ভৈরবে র‌্যাবের হাতে আটক নারীর মৃত্যু

ভৈরবে শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী উদযাপন

ভৈরবে শহীদ শেখ
ফজলুল হক মনির
৮৩তম জন্মবার্ষিকী
উদযাপন

# মিলাদ হোসেন অপু :-

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে ভৈরবে আজ ৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ভৈরব আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে যুবলীগের নেতাকর্মীদের আয়োজনে যুবলীগ অফিসে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।
ভৈরব পৌর যুবলীগ এর সভাপতি ইমরান হোসেন ইমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি।
এছাড়া পৌর যুবলীগ এর সাধারণ সম্পাদক আল আমিন সৈকত এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম-আহবায়ক অরুণ আল আজাদ, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন। ১৫ আগস্ট যদি শেখ ফজলুল হক মনিকে হত্যা করা না হতো, তাহলে হয়ত বাংলাদেশের রাজনীতি অন্য খাতে প্রবাহিত হতো। বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে হলে মনিকেও হত্যা করা করতে হবে। এ জন্যই খুনিচক্র বঙ্গবন্ধুর সঙ্গে শেখ ফজলুল হক মনিকেও হত্যা করে।
এছাড়া বক্তারা আরো বলেন, রাজনীতির ময়দানে শেখ ফজলুল হক মনি ছিলেন অলরাউন্ডার। তার এতসব গুণ ছিল, যা এক কলামে লিখে শেষ করা যাবে না। তিনি ছিলেন সাহসী-তেজস্বী, দক্ষ সংগঠক, সুবক্তা, লেখক ও অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন মানুষ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ ছাড়াও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *